আবির হাসান পারভেজ, কালকিনি (মাদারীপুর)ঃ
মাদারীপুরের কালকিনিতে চাঁদার দাবিতে মোঃ সাব্বির হাওলাদার(২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আহত ব্যবসায়ী সাব্বির পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ছালাম হাওলাদারের ছেলে। আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন সাব্বিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগীর বড় ভাই নুরই আলম হাওলাদার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী রাসেল সরদার জানান, বশিরসহ বেশ কয়েকজন লোকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে সাব্বিরকে কুপিয়ে জখম করে। এসময় আমি তাদের বাঁধা দিতে চাইলে আমাকেও মারধর করা হয় এবং হত্যার হুমিকি দেয় বশির।
ভুক্তভোগী ব্যবসায়ী সাব্বির হাওলাদার জানান, বশির ও তার লোকজন আমার দোকানে এসে আমার কাছে চাঁদা দাবি করে। আমি দিতে না চাইলে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আমি আইনের কাছে বশিরের বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত বশির ও তার লোকজনকে পাওয়া যায়নি, তারা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, সাব্বির উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থ্য নেয়া হবে।