spot_img
রবিবার, মে ৪, ২০২৫
Homeডাসারে পরিবেশ দূষণ করায় রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা

ডাসারে পরিবেশ দূষণ করায় রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা

মো.নাসির উদ্দিন ফকির লিটনঃ মাদারীপুরের ডাসারে পরিবেশ অভিযোগে আলিফ অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার(২৮ এপ্রিল) বিকেলে উপজেলার ভাংগা বীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাগেছে, পরিবেশের ছাড় পত্রবিহিহীন আলিফ অটো রাইস মিল দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছেন। খোলা স্থানে ছাইসহ অন্যান্য বর্জ্য চিমনি দ্বারা ধোঁয়া অপসারণ করা অপরিচ্ছন্ন পরিবেশ ও ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য দ্বারা খাল দূষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আলিফ অটো রাইস মিলকে নগদ ২০,০০০ টাকা জরিমানা করেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন। এসময় অভিযানে সহযোগীতা করেন,ডাসার থানার এ এস আই ইমাম আহাদ,পুলিশ সদস্যরা। ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন জানান, আলিফ অটো রাইস মিলে ধান থেকে চাল উৎপাদন পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনাসহ সঠিকভাবে না করার দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments