কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মোঃ মিরন সরদার(২৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত মিরন সরদার উপজেলার এনায়েতনগর এলাকার ৪ নং ওয়ার্ডের রবিউল সরদারের মেঝ ছেলে। এ হামলার ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার রাতে সালিশ-বৈঠক শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানাগেছে, এনায়েতনগর এলাকার বাসিন্দা ফাসিয়াতলাহাটের হোটেল ব্যবসায়ী মোঃ মিরন সরদারের রিবারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষ মোঃ মিলন সরদার ও সাগর সরদারের বেশ কিছুদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের এ বিরোধ মিমাংসা করার জন্য শুক্রবার সন্ধ্যায় ফরিদা মার্কেটের সামনে সালিশ বৈঠক হয়। এ সালিশ শেষে মিরন সরদার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে রাম দা কুপিয়ে জখম করে ফেলে রেখে তার সাথে থাকা নগদ টাকা ছিনতাই করে মিলন সরদার, সাগর সরদার, গোলাপ খোন্দকারসহ বেশ কয়েকজন যুবক। পরে স্থানীয় লোকজন মিরনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় ভুক্তভোগীর ভাই মোঃ মাসুদ সরদার বাদী হয়ে মিলন সরদারসহ ১০ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর ভাই মাসুদ সরদার জানান, আমার ছোট ভাইয়ের বৌকে নিয়ে পারিবারিক ঝামেলা মমিাংসার জন্য আমরা আলোচনায় বসি। কিন্তু আমার মেঝ ভাইকে বিনা কারনে মিলন সরদার ও সাগর সরদারসহ বেশ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। আমি হামলাকারীদের দৃষ্টান্ত মুলক বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মিলন সরদার ও সাগর সরদারকে এলাকায় পাওয়া যায়নি। তারা সকলে গা ঢাকা দিয়েছেন।
কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।