আবির হাসান পারভেজ, কালকিনি (মাদারীপুর):
মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৯হাজার জরিমানা করা হয়েছে। সোমবার কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এর সার্বিক দিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম।
এ সময় পন্য ক্রয়ের রশিদ না থাকায় মুদি ব্যবসায়ী হারুন খলিফাকে ৫ হাজার টাকা, মুল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রয় করায় মায়ের দোয়া মুরগির ব্যবসায়ী সেলিম বেপারীকে ২ হাজার টাকা এবং ঠোঙ্গার ওজন বেশী হওয়ায় ভুরঘাটা স্টান্ডে এক ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে এটা তাদের সতর্কতামূলক জরিমানা।ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, নিয়মিত বাজারের পণ্যের মান তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ কালকিনি থানা পুলিশের সদস্যরা।